অম্লান বিশ্বাস পেশায় অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী হলেও, অবসরের অনেক আগে থেকেই অক্ষরকর্মী তথা সমাজকর্মী। তাঁর মূল ঝোঁক পরিবেশ ও ভারতীয় সমাজের বিভিন্ন উপসংস্কৃতির দিকে। কবিতা অম্লান বিশ্বাসের বেঁচে থাকার জন্য সংগোপন নিঃশ্বাসের অবকাশ, প্রয়োজনীয় প্রশ্বাসের পরিসর। এটি তাঁর একমাত্র প্রকাশিত কাব্যগ্রন্থ, মুদ্রিত বইটির প্রকাশক কালধ্বনি।